সত্যচরণ শাস্ত্রী (১২-৪-১৮৬৬ — মে ১৯৩৫) দক্ষিণেশ্বর–চব্বিশ পরগনা। স্বগ্রামে কিছুদিন বাংলা ও ইংরেজী অধ্যয়ন করে ১৫ বছর বয়সে কাশীর বিশুদ্ধানন্দ সরস্বতীর কাছে শিক্ষালাভ করেন এবং শাস্ত্রী উপাধি পান। বহুভাষাবিদ সত্যচরণ রুশ ভাষাও জানতেন। তাঁর সাহিত্য সাধনার শুরু জীবন চরিত রচনা দিয়ে। ঐতিহাসিক তথ্যানুসন্ধানের জন্য তিনি মহারাষ্ট্র, শ্যাম, জাভা, বলিদ্বীপ প্রভৃতি বহু স্থান পরিভ্রমণ করেন। তাঁর রচিত ইতিহাসে প্রচলিত বহু ঐতিহাসিক গ্রন্থের ভ্ৰম-প্ৰমাদ দেখানো হয়েছে। রচিত গ্ৰন্থ: ‘ছত্রপতি মহারাজ শিবাজীর জীবনচরিত’, ‘বঙ্গের শেষ স্বাধীন হিন্দু মহারাজ প্রতাপাদিত্যের জীবনচরিত’, ‘মহারাজ নন্দকুমার চরিত’, ‘জালিয়াত ক্লাইভ’, ‘হিমালয় ভ্ৰমণ’, ‘মানস সরোবর’, ‘ভারতে অলিকসন্দর’, ‘কৈলাস যাত্রা’, ‘প্ৰাচী ভ্ৰমণ’ প্রভৃতি। বাংলা ও হিন্দী উভয় ভাষাতেই বক্তৃতা দিতে পারতেন। পরবর্তী জীবনে তিনি। শ্ৰীরামপুরে জেনারেল মেনওয়াড়ির পণ্ডিত ছিলেন।
পূর্ববর্তী:
« সত্যচরণ ল
« সত্যচরণ ল
পরবর্তী:
সত্যচরণ সেন »
সত্যচরণ সেন »
Leave a Reply