সত্য গুপ্ত, মেজর (১৮-৭-১৯০২ — ১৯-১-১৯৬৬) বেজগাঁও-ঢাকা। প্যারীমোহন। ১৯১৯ খ্রী. ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। অশ্বিনী দত্তের নির্দেশে ১৯২১ খ্রী. আইএ পরীক্ষা দেন নি। এর আগেই তিনি হেমচন্দ্ৰ ঘোষের গুপ্ত সমিতির সভ্য ছিলেন। ১৯২৬ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করেন। ১৯২৭ খ্ৰী. গুপ্ত বিপ্লবী দলের নির্দেশে তাঁর কর্মকেন্দ্র কলিকাতায় স্থানান্তরিত হয়। এখানেই সুভাষচন্দ্র ও শরৎচন্দ্ৰ বসুর সঙ্গে তাঁর পরিচয় ঘটে। ১৯২৮ খ্রী. কলিকাতা কংগ্রেসের প্রধান সহকারী ছিলেন। এখান থেকে শুরু হয় বাঙলার বিখ্যাত ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ বা B. v. বিপ্লবী দলের সূচনা। তিনি দলের মেজর নির্বাচিত হন। ১৯৩০ খ্রী. গ্রেপ্তার হয়ে পরে মুক্তি পান। ৮-১২-১৯৩০ খ্ৰী. রাইটার্স বিল্ডিংস আক্রমণের পর রাজবন্দী হন। ১৯৩১–৩৮ খ্রী. পর্যন্ত স্টেট প্রিজনার-রূপে আলীপুর, বকসা, মিনওয়ালী (পাঞ্জাব) ও যারবেদা (পুনা) জেলে থাকেন। হিজলী জেল থেকে মুক্তির পর নেতাজীর একনিষ্ঠ সহকারিরূপে তাঁর সমস্ত কাজের সঙ্গী হন। ১৯৪১–৪৬ খ্ৰী. পুনরায় রাজবন্দী হন। মুক্তির পর চব্বিশ পরগনার বাগু গ্রামে সমাজসেবার কাজে আত্মনিয়োগ করেন।
পূর্ববর্তী:
« সত্য গুপ্ত
« সত্য গুপ্ত
পরবর্তী:
সত্যকিঙ্কর গোস্বামী »
সত্যকিঙ্কর গোস্বামী »
Leave a Reply