সত্যকিঙ্কর গোস্বামী (১৮৯১ — ১৯-২-১৯৬০) কোন্দাগোবিন্দপুর-বর্ধমান। দোলগোবিন্দ। তাঁর ঊর্ধ্বতন ১০ম পুরুষ ঘনশ্যাম গোস্বামী বৈষ্ণব ও শাক্ত সাধনার সমন্বয় সাধন করেন। তাই ঘনশ্যামের শ্ৰীপাট সম্বন্ধে প্ৰচলিত ছিল–‘নাড়াও নারে পাঁঠাও কাটে, দেখে এলাম কোন্দার পাটে’। সত্যকিঙ্কর পিতার নিকট ব্যাকরণ ও উখরায় কুঞ্জবিহারী চতুষ্পাঠীতে পণ্ডিত আশুতোষ স্মৃতিতীর্থের নিকট শিক্ষা লাভ করেন। ১৯১১ খ্রী. মূলাজোড় সংস্কৃত কলেজ থেকে কাব্যতীর্থ পরীক্ষায় প্ৰথম বিভাগে প্ৰথম স্থান অধিকার করে দীর্ঘদিন বিভিন্ন বিদ্যালয়ে সংস্কৃতের প্রধান শিক্ষক হিসাবে কাজ করেন। স্বাধীনতা সংগ্রামে তিনি বিলাতী দ্রব্য ও মাদক দ্রব্য বর্জনের এবং সূতা কাটা ও জাতীয় শিক্ষা-প্রচারে উৎসাহী ছিলেন। তাঁর শ্রেষ্ঠ কীর্তি শ্ৰীশ্ৰীচৈতন্যচরিতামৃত গ্রন্থের সংস্কৃতানুবাদ। সমগ্ৰ গ্ৰন্থখানি মুদ্রিত করে ইউরোপ ও আমেরিকায় যেখানে যেখানে সংস্কৃত শিক্ষার ব্যবস্থা আছে সে-সব স্থানে বিতরণ করেন। ‘তরণী বিহার’ তাঁর রচিত সংস্কৃত গীতি-কাব্য। পরিণত বয়সে তিনি মাতাজী সন্ন্যাসিনী শ্ৰীশ্ৰীজ্ঞানানন্দ সরস্বতীর নিকট যোগ দীক্ষা এবং সন্ন্যাস দীক্ষা গ্ৰহণ করেন। নাম হয় স্বামী ভাস্করানন্দ সরস্বতী। শ্ৰীশ্ৰীজ্ঞানানন্দ সরস্বতীর জীবনী নামে তিনি বাংলা ভাষায় একটি জ্ঞানগর্ভ গ্ৰন্থ রচনা করেছিলেন।
পূর্ববর্তী:
« সত্য গুপ্ত, মেজর
« সত্য গুপ্ত, মেজর
পরবর্তী:
সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় »
সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply