সতীশ সামন্ত (১৫-১২-১৯০০ — ৪-৬-১৯৮৩) গোপালপুর-মেদিনীপুর। গান্ধীবাদী নেতা, ভারত-ছাড় আন্দোলনে তমলুকে জাতীয় সরকার প্রতিষ্ঠায় প্রধান সেনাপতি। শিক্ষা-মহিষাদল রাজ কলেজ, বঙ্গবাসী। কলেজ ও যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে। স্বামী প্ৰজ্ঞানানন্দ সরস্বতী বৈপ্লবিক কাৰ্যকলাপের জন্য ১৯১৬–১৯ খ্ৰী. মেদিনীপুরের মহিষাদলে অন্তরীণ থাকাকালে তাঁর সংস্পর্শে এসে স্বাধীনতা আন্দোলনে দীক্ষিত হন। অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে স্বাধীনতা-সংগ্রাম শুরু করেন। ভারত-ছাড় আন্দোলনের সময় তমলুকে গঠিত ‘তাম্রলিপ্ত জাতীয় সরকারে’র সর্বাধিনায়ক ছিলেন। দু বছর ধরে ব্রিটিশ সরকারের সমান্তরাল এই সরকার চলে। ব্রিটিশ আমলে ১৯২০ খ্ৰী. থেকে বিভিন্ন সময়ে ১০ বছর কারাদণ্ড ভোগ করেছেন। স্বাধীনতার পর পার্লামেন্টারিয়ানের ভূমিকায় দেশের আইন প্রণয়ন, উন্নয়ন ও গঠনের কাজকর্মে যোগ দেন। প্ৰথম গণপরিষদের সদস্য (১৯৪৭–৪৯) ও ১৯৫২–৭৭ খ্রী. একটানা সংসদ সদস্য ছিলেন। বহু বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। স্বামী প্রজ্ঞানানন্দ স্মৃতিরক্ষা সমিতির প্রতিষ্ঠাতা এবং এই প্রতিষ্ঠানে তাঁর সঞ্চয় ও সম্পত্তির অধিকাংশ দান করেন। কর্মস্থল মেদিনীপুরের মহিষাদলে মৃত্যু।
পূর্ববর্তী:
« সতীমা
« সতীমা
পরবর্তী:
সতীশচন্দ্র ঘোষ »
সতীশচন্দ্র ঘোষ »
Leave a Reply