সতীশরঞ্জন খাস্তগীর (৫-৯-১৮৯৮ –- ৬-৫-১৯৭৩) চট্টগ্রাম। সিভিল ইঞ্জিনিয়ার সত্যরঞ্জন। ১৯২১ খ্রী. এম-এস-সি, পাশ করেন। খ্যাতনামা প্রফেসর সি, জি, বার্কলারের অধীনে গবেষণা করে ১৯২৪ খ্রী. পি-এইচ.ডি. ও ১৯২৬ খ্রী. ডিএস-সি উপাধি লাভ করেন। প্রফেসর বার্কলারের সহযোগিতায় রচিত তাঁর অনেক রচনা ফিলজফিক্যাল ম্যাগাজিনে প্ৰকাশিত হয়েছে। দেশে ফিরে কিছুদিন প্রেসিডেন্সী কলেজে অধ্যাপনা করেন। পরে কলোনিয়াল এড়ুকেশন সার্ভিসে যোগ দিয়ে কলম্বোয় যান। ১৯৩১ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে নিযুক্ত হন। দেশ-বিভাগের পর ১৯৪৮ খ্ৰী. কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। কাশীতে একটি গবেষণা বিদ্যালয় স্থাপন করেছিলেন। ১৯৫৮ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের খয়রা প্রফেসর নিযুক্ত হন। ১৯৬১ খ্রী. রুরকীতে অনুষ্ঠিত ভারতীয় সায়েন্স কংগ্রেসে পদার্থবিদ্যা বিভাগের সভাপতিত্ব করেন। ১৯৬২ খ্রী. থেকে ৩১-১০-১৯৬৩ খ্রী. অবসর গ্ৰহণ-কাল পর্যন্ত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডীন ছিলেন। ১৯৬৪ থেকে ১৯৬৯ খ্রী. পর্যন্ত বসু বিজ্ঞান মন্দিরে কর্মরত থাকেন। পরে CSIR-এর পক্ষ থেকে বিশ্বভারতীর সঙ্গে যুক্ত ছিলেন। এক্স-রে’র উপর উল্লেখযোগ্য গবেষণা ছাড়াও বিজ্ঞানের অন্যান্য বিষয়েও তাঁর যথেষ্ট অবদান আছে। বাংলাতে বেশ কয়েকটি বৈজ্ঞানিক প্ৰবন্ধ লিখেছেন।
পূর্ববর্তী:
« সতীশচন্দ্ৰ সেনগুপ্ত
« সতীশচন্দ্ৰ সেনগুপ্ত
পরবর্তী:
সত্য গুপ্ত »
সত্য গুপ্ত »
Leave a Reply