সতীশচন্দ্ৰ সিংহ (১৮৯৪? — ১৯৬৫)। ব্যঙ্গচিত্রের মাধ্যমে এক সময়ে তিনি দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সচিব এবং ভারতীয় শিল্প-মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। তাঁর অঙ্কিত ছবিগুলি ‘মাসিক বসুমতী’ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত। প্রদেশ কংগ্রেসকর্তৃক তিনি সংবর্ধিত হন। তাঁর অনুজ জ্যোতিষ সিংহও ভাল কার্টুন আঁকতেন। বিজ্ঞাপনকে কার্টুন দিয়ে অনবদ্য করে তোলার দক্ষতা তাঁর ছিল।
পূর্ববর্তী:
« সতীশচন্দ্ৰ সাঁতরা
« সতীশচন্দ্ৰ সাঁতরা
পরবর্তী:
সতীশচন্দ্ৰ সেন »
সতীশচন্দ্ৰ সেন »
Leave a Reply