সতীশচন্দ্ৰ মিত্র (১৪-১২-১৮৭২ –- ৭-৬-১৯৩১) খুলনা। প্যারীমোহন। দারিদ্র্যের সঙ্গে সংগ্ৰাম করে ছাত্রজীবন কাটে। ১৮৯৬ খ্ৰী. কর্মজীবন শুরু হয় হাইস্কুলের প্রধানশিক্ষক রূপে। অংশত তাঁরই চেষ্টায় আইনজীবী ব্রজদুলাল শাস্ত্রী প্রতিষ্ঠিত খুলনার দৌলতপুর হিন্দু একাডেমী একটি বিশিষ্ট কলেজে পরিণত হয়। ১৯০৪ খ্রী. থেকে আমৃত্যু এই শিক্ষায়তনে অধ্যাপনায় ব্ৰতী ছিলেন। এই কলেজের বিশাল গ্রন্থাগারটি তাঁরই সৃষ্টি। এই গ্রন্থাগারের ইতিহাস-সম্ভার বিশেষ আকর্ষণীয় ছিল। এছাড়া ছোট একটি স্থানীয় প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালাও গড়ে তুলেছিলেন। ‘যশোহর-খুলনার ইতিহাস’ গ্ৰন্থটির জন্য বিশেষ খ্যাতিলাভ করেন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত তাঁর রচনাগুলি দেশাত্মবোধের জ্বলন্ত নিদর্শন। সাহিত্য রচনার জন্য ভারতধর্মমহামণ্ডল থেকে ‘কবিরঞ্জন’ উপাধি লাভ করেন এবং মৌলিক ঐতিহাসিক গবেষণার জন্য রয়েল এশিয়াটিক সোসাইটির সভ্য নির্বাচিত হন। অন্যান্য গ্ৰন্থ: ‘হরিদাস ঠাকুর’, ‘সপ্ত গোস্বামী’, ‘প্ৰতাপসিংহ’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« সতীশচন্দ্ৰ মাইতি
« সতীশচন্দ্ৰ মাইতি
পরবর্তী:
সতীশচন্দ্ৰ মুখোপাধ্যায় »
সতীশচন্দ্ৰ মুখোপাধ্যায় »
Leave a Reply