সতীশচন্দ্ৰ ভট্টাচাৰ্য (২০-৮-১৮৯৪ — ২৭-২-১৯৭৪) রাজপুর— চব্বিশ পরগনা। উপেন্দ্রনাথ। বিশিষ্ট ইঞ্জিনীয়ার ও শিক্ষাবিদ। ১৯১৯ খ্ৰী. মিশ্র গণিতে এম-এস-সি পাশ করে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট-এ ভর্তি হন। সেখানে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনীয়ারিং-এর শেষ পরীক্ষায় উভয় বিষয়েই প্ৰথম স্থান অধিকার করেন। সিটি অ্যান্ড গিলডস অফ লন্ডন ইনস্টিটিউট-পরিচালিত ১ম গ্রেড মেকানিক্যাল ইঞ্জিনীয়ারিং পরীক্ষাতেও প্রথম স্থান অধিকার করেন। পরে বার্লিন ইঞ্জিনীয়ারিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্ৰহণ করে ১৯২৬ খ্রী. স্নাতক হন ও ১৯২৮ খ্রী. মেকানিক্যাল ইঞ্জিনীয়ারিং-এ ডক্টরেট উপাধি লাভ করেন। ১৯২৮ খ্রী. দেশে ফিরে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন-এ অধ্যাপনা শুরু করেন। ১৯৩৮-১৯৫৮ খ্রী. পর্যন্ত তিনি মেকানিক্যাল ইঞ্জিনীয়ারিং বিভাগের অধ্যক্ষ এবং পরে দি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনীয়ারিং অ্যান্ড টেকনলজির ডীন হয়েছিলেন। ১৯৬৭ খ্রী. অল্প কিছুদিনের জন্য তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের দায়িত্বভার গ্ৰহণ করেন। ঐ বিশ্ববিদ্যালয় তাকে এমিরিটাস প্রফেসরের সম্মান দেয়।
পূর্ববর্তী:
« সতীশচন্দ্ৰ বসু
« সতীশচন্দ্ৰ বসু
পরবর্তী:
সতীশচন্দ্ৰ মাইতি »
সতীশচন্দ্ৰ মাইতি »
Leave a Reply