সতীশচন্দ্ৰ বসু (১৮৭৬ — ৯-১০-১৯৪৮) কলিকাতা। উমেশচন্দ্র। কলিকাতায় বিপ্লবী সংস্থা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা। বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্বে অনুপ্রাণিত হয়ে সমগ্ৰ জাতির শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য ২৪-৩-১৯০২ খ্রী. অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। কিছুদিন পরে পি, মিত্র সমিতির ডিরেক্টর পদে বৃত হন। এই সমিতির শাখা সারা বাঙলায় ছড়িয়ে পড়েছিল। পুলিন দাসের পরিচালনায় ঢাকার অনুশীলন সমিতি পরে বিশেষ খ্যাতি লাভ করেছিল। সমিতির যে শাখা ‘যুগান্তর’ নামে পত্রিকা পরিচালনা করত তা ক্ৰমে ‘যুগান্তর’ দল নামে সমধিক খ্যাত হয়।
পূর্ববর্তী:
« সতীশচন্দ্ৰ পাকড়াশী
« সতীশচন্দ্ৰ পাকড়াশী
পরবর্তী:
সতীশচন্দ্ৰ ভট্টাচাৰ্য »
সতীশচন্দ্ৰ ভট্টাচাৰ্য »
Leave a Reply