সতীশচন্দ্র দেব (১৮৬৪ — ১৩-৯-১৯৪১) লাউতা—শ্ৰীহট্ট। সুবিদকিশোর। ১৮৯৭ খ্ৰী. বি.এল. পাশ করে করিমগঞ্জ আদালতে আইন ব্যবসায় শুরু করেন। অল্পকালের মধ্যেই সরকারী উকিল হন এবং ‘রায়সাহেব’ উপাধি পান। বিধবা বিবাহ, জাতিভেদ প্ৰথা এবং জল অচল তফশিলী হিন্দুদের সম্বন্ধে প্ৰগতিশীল দৃষ্টিভঙ্গী ছিল। অসহযোগ আন্দোলনের পর তিনি সরকারী চাকরি ও উপাধি ত্যাগ করে স্বদেশী আন্দোলনের সমর্থক হন। ১৯২০–৩০ খ্রী. করিমগঞ্জের অতিশয় জনপ্রিয় নেতা ও ১৯২১–৪১ খ্রী. পর্যন্ত কংগ্রেসের সদস্য ছিলেন। ১৯২৩ খ্রী. শ্ৰীহট্ট জেলা কংগ্রেসের সভাপতি হন। ‘জনশক্তি’ সাপ্তাহিক পত্রিকার অন্যতম প্রবর্তক এবং কিছুদিন তাঁর সম্পাদক ছিলেন। করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে জমি দান করেছিলেন। কংগ্রেসের নেতা ক্ষিরোদচন্দ্ৰ তাঁর পুত্র।
পূর্ববর্তী:
« সতীশচন্দ্র চট্টোপাধ্যায়
« সতীশচন্দ্র চট্টোপাধ্যায়
পরবর্তী:
সতীশচন্দ্র রায় »
সতীশচন্দ্র রায় »
Leave a Reply