সতীমা (১৮শ শতাব্দী)। প্রকৃত নাম সরস্বতী দেবী। স্বামী রামশরণ কর্তাভজা দলের নেতা ছিলেন। আদি গুরু আউলচাঁদের মৃত্যুর পর রামশরণ দলের কর্তা হলে সরস্বতী দেবীও সাধন-ভজনে স্বামীর সঙ্গে থাকেন। ভক্তরা তাকে ‘সতীমা’ আখ্যা দেন। নদীয়া জেলার ঘোষপাড়া পল্লীতে সতীমার সিদ্ধপীঠ ও সমাধি-মন্দির আছে। দোল পূর্ণিমা তিথিতে সেখানে এখনও সাতদিন-ব্যাপী মেলা বসে।
পূর্ববর্তী:
« সতীন্দ্ৰনাথ মজুমদার
« সতীন্দ্ৰনাথ মজুমদার
পরবর্তী:
সতীশ সামন্ত »
সতীশ সামন্ত »
Leave a Reply