সতীন্দ্রমোহন দেব (১৮৯৬ –- ২৭-৭-১৯৭১) আন্দিউড়া-কাছাড়া। আসামের শিলচরে জন্ম। কালীমোহন। স্কুলের পড়া ছেড়ে ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনে ও পরে ১৯৩০ খ্রী. আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারারুদ্ধ হন। কানিংহাম সার্কুলারের প্রতিবাদে ১৯৩০ খ্রী. সত্যদাস রায়, গিরিজা ভূষণ দত্ত প্ৰমুখের সহযোগে শিলচরে কাছাড় হাইস্কুল স্থাপন করেন। ১৯৪৬–৬০ খ্ৰী. শিলচর পৌরসভার চেয়ারম্যান, ভারত সেবক সমাজের শিলচর শাখার সভাপতি, ১৯৪৬ খ্ৰী. কংগ্রেস মনোনীত প্রার্থীরূপে আসাম বিধান সভার সদস্য ও ১৯৬৭ খ্ৰীঃ পুনরায় নির্বাচিত হয়ে আসাম সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।
পূর্ববর্তী:
« সতীন্দ্রনাথ সেন
« সতীন্দ্রনাথ সেন
পরবর্তী:
সতীন্দ্ৰনাথ মজুমদার »
সতীন্দ্ৰনাথ মজুমদার »
Leave a Reply