সতিনাথ ভাদুড়ী (২৭-৯-১৯০৬ -– ৩০-৩-১৯৬৫) পূৰ্ণিয়া-বিহার। আইনজীবী ইন্দুভূষণ। ১৯২৪ খ্ৰী. পূৰ্ণিয়া জেলা স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৩০ খ্ৰী অর্থনীতিতে এম.এ. ও ১৯৩১ খ্রী. আইন পাশ করে ১৯৩২–৩৯ খ্ৰী. পূর্ণিয়ায় ওকালতি করেন। পরে ওকালতি ত্যাগ করে সাধারণ কমিরূপে কংগ্রেসে যোগ দেন। ১৯৪২ খ্ৰীঃ পূর্ণিয়া জেলার বিভিন্ন গ্রামে গঠনমূলক কাজে রত থাকেন। ১৯৪০–৪১ খ্রী. ও ১৯৪২–৪৪ খ্রী. রাজনৈতিক বন্দী হিসাবে ভাগলপুর জেলে আটক ছিলেন। এইসময় রাজনৈতিক আন্দোলনের পটভূমিতে তিনি ‘জাগরী’ উপন্যাস রচনা করে খ্যাত হন। গ্রন্থটির জন্য ১৯৫০ খ্ৰী. প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার তিনিই প্রথম লাভ করেন। ১৯৪৮ খ্ৰী. কংগ্রেস ত্যাগ করে সমাজতন্ত্রী দলে যোগ দেন। ১৯৪৯ খ্রী. প্যারিসে যান। কিন্তু ছাড়পত্রের অভাবে স্পেন ও রাশিয়ায় যেতে পারেন নি। ১৯৫০ খ্রী. দেশে ফেরেন। তাঁর ‘সত্যি ভ্ৰমণ-কাহিনী’ গ্ৰন্থটি এইসময় রচিত হয়। নানা ভাষায় সুপণ্ডিত ছিলেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থঃ ‘চিত্রগুপ্তের ফাইল’, ‘ঢোড়াইচরিত মানস’ (২ খণ্ড), ‘পত্ৰলেখার বাবা’, ‘অচিন রাগিণী’, ‘সংকট’, ‘আলোক দৃষ্টি’, ‘অপরিচিতা’, ‘গণনায়ক’, ‘দিগভ্ৰান্ত’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« সঞ্জয় ভট্টাচাৰ্য
« সঞ্জয় ভট্টাচাৰ্য
পরবর্তী:
সতী দেবী »
সতী দেবী »
Leave a Reply