সতী দেবী (১৯১১ –- ১৪-৮-১৯৭৯) ময়মনসিংহ। পিতা চারুচন্দ্ৰ দাশ পাটনায় ব্যারিস্টারী করতেন। দেশবন্ধু চিত্তরঞ্জনের ভ্রাতুষ্পুত্রী। স্বামী সত্যেন্দ্রনাথ (মন্টি) ঘোষ সাংবাদিক ছিলেন। রবীন্দ্রসঙ্গীত ও অতুলপ্রসাদী গানের খ্যাতনামা গায়িকা। স্বয়ং রবীন্দ্রনাথের কাছে অনেক গান শিখেছেন। কবিগুরুর সঙ্গে ভারত পরিভ্রমণ করেছেন। রবীন্দ্রনাথের পরিচালনায় ‘মায়ার খেলা’ নাটকে তাঁর সঙ্গীতাভিনয় স্মরণীয়। কংগ্রেসের বহু অধিবেশনে ‘বন্দেমাতরম’ সঙ্গীত পরিবেশন করেছেন। আলমোড়ায় উদয়শঙ্কর প্রতিষ্ঠিত ‘ইন্ডিয়ান কালচার সেন্টার’ এ সঙ্গীত শেখাতেন। বোম্বের ‘পৃথ্বী’ থিয়েটারের সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন। কলিকাতা ‘ইয়ুথ কয়ারে’র প্রতিষ্ঠাতা-সদস্য। ‘স্বরবিতান’ নামে একটি গানের স্কুল কয়েক বছর পরিচালনা করেন। রবীন্দ্রনাথ, অতুলপ্ৰসাদ, হিমাংশু দত্ত এবং দ্বিজেন্দ্রলাল রায়ের অনেক গান তিনি রেকর্ড করেন। সঙ্গীতশিল্পী রুমা গুহঠাকুরতা তাঁর কন্যা।
পূর্ববর্তী:
« সতিনাথ ভাদুড়ী
« সতিনাথ ভাদুড়ী
পরবর্তী:
সতীন্দ্রনাথ সেন »
সতীন্দ্রনাথ সেন »
Leave a Reply