সৎপ্ৰকাশানন্দ (হরিশ মহারাজ) (১৮৮৮ — ১৫-১১-১৯৭৯)। কৈশোরে নিজেদের ঢাকার বাড়িতে স্বামী বিবেকানন্দকে দেখে (১৯০১) অনুপ্রাণিত হন। ১৯০৮ খ্ৰী. মঠ-মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্ৰহ্মানন্দের কাছে দীক্ষা নেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠ সমাপ্ত করে ১৯২৪ খ্রী. রামকৃষ্ণ সঙেঘ যোগ দিয়ে ঢাকায় কেন্দ্র গড়ে তোলার কাজে নিযুক্ত হন। ১৯২৭ খ্রী. বারাণসীতে স্বামী শিবানন্দের কাছে সন্ন্যাস নিয়ে মায়াবতীর অদ্বৈত আশ্রমে কাজ করেন। কিছুদিন ‘প্রবুদ্ধ ভারত’ পত্রিকার সহযোগী-সম্পাদক ছিলেন। পরে ছয় বছর দিল্লী কেন্দ্রের অধ্যক্ষতা করেন। ১৯৩৭ খ্রী. বেদান্ত প্রচারের কাজে তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান হয়। ১৯৩৮ খ্রী. মুসৌরির সেন্ট লুই-এ স্থায়ী বেদান্ত সোসাইটি গড়ে তোলেন। রচিত গ্রন্থ: ‘Ethics and Religion’, ‘Method of Knowledge’, ‘Meditation: its ProCeSS Practice and Culmination’, ‘Hinduism and Christianity’, ‘Sri Ramakrishna’s Life and Messagein the Present Age’ প্রভৃতি। আমেরিকায় মৃত্যু।
পূর্ববর্তী:
« স্বর্ণকুমারী দেবী
« স্বর্ণকুমারী দেবী
পরবর্তী:
সৰ্বেশ্বর জানা »
সৰ্বেশ্বর জানা »
Leave a Reply