সঞ্জয় ভট্টাচাৰ্য (৪-২-১৯০৯ -– ৪-২-১৯৬৯) শ্যামগ্রাম-ত্রিপুরা। রাজকুমার। কবিতা, ছন্দ, সমাজতত্ত্ব ইতিহাস, ভাষাতত্ত্ব প্রভৃতি নানা বিষয়ে তাঁর পাণ্ডিত্য ছিল। ১৯২৮ খ্রী. ডিস্ট্রিক্ট স্কলারশিপ সহ আইএস-সি, ১৯৩০ খ্রী. কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বি.এ. ও ১৯৪১ খ্রী. প্ৰাইভেটে এম.এ. পাশ করেন। ছাত্র জীবন থেকেই তাঁর পত্রিকা সম্পাদনা ও সাহিত্য সাধনার সূত্রপাত। ‘পূর্বাশা’ সাহিত্যপত্রিকা দীর্ঘদিন সম্পাদনা করেন। এককালে তাঁর ‘পূর্বাশা’র আসরে বহু সাহিত্যিকের সমাগম হত। রচিত গ্ৰন্থ: ‘বৃত্ত’, ‘মরামাটি’, ‘দিনান্ত’, ‘কল্লোল’, ‘কস্মৈ দেবায়’, ‘ফসল’, ‘ঋণ’, ‘নতুন দিনের কাহিনী’, ‘তিনজন আধুনিক কবি’, ‘প্রাচীন প্রাচী’, ‘প্রেম ও অপ্রেম’, ‘যৌবনোত্তর’, ‘History of Mohen-jo-Daro’ প্রভৃতি। কবি ও সঙ্গীত-রচয়িতা অজয় ভট্টাচার্য তাঁর অগ্ৰজ।
পূর্ববর্তী:
« সঞ্জীবচন্দ্র রায়
« সঞ্জীবচন্দ্র রায়
পরবর্তী:
সতিনাথ ভাদুড়ী »
সতিনাথ ভাদুড়ী »
Leave a Reply