সঙ্ঘমিত্ৰা, সন্ন্যাসিনী (১৯১৪ — ৯-১০-১৯৭২) বাগবাজার-কলিকাতা। পিতা বিখ্যাত পাবলিসিসট্র ও ইন্ডিয়ান প্র্যাকটিশনার্স ইন এডভারাটাইজিং-এর জনক অনাথনাথ মুখার্জি। পূর্বাশ্রমের নাম শান্তিপ্রিয়া। শ্ৰীশ্ৰীযোগেশ্বরী রামকৃষ্ণ মঠ ও সারদা সঙ্ঘের প্ৰতিষ্ঠাত্রী। শিশু বয়স থেকেই তিনি শ্ৰীমা সারদামণির বিশেষ প্ৰিয়পাত্রী ছিলেন। অবিবাহিতা শান্তিপ্ৰিয়া ১১ বছর বয়সে স্বামী সারদানন্দজীর কাছে দীক্ষা লাভ করেন এবং ১৬ বছর বয়সে রামকৃষ্ণ মঠের স্বামী কৈবল্যানন্দজীর কাছে সন্ন্যাস গ্ৰহণ করে আজীবন মানব সেবায় রত থাকেন। ‘শ্ৰীমা সারদা’ নামে একটি মাসিক পত্রিকা পরিচালনা করতেন।
পূর্ববর্তী:
« সংসারচন্দ্ৰ সেন, রাও বাহাদুর
« সংসারচন্দ্ৰ সেন, রাও বাহাদুর
পরবর্তী:
সজনীকান্ত দাস »
সজনীকান্ত দাস »
Leave a Reply