সংসারচন্দ্ৰ সেন, রাও বাহাদুর (১২-৪-১৮৪৬ — ১২-৫-১৯০৯)। আদি নিবাস-নাটাগড়-চব্বিশ পরগনা। নীলাম্বর। পিতার কর্মস্থল আগ্ৰায় জন্ম। ১৮৬৩ খ্রী. আগ্রার সেন্ট জন্স কলেজ থেকে এন্ট্রান্স পাশ করে কলিকাতায় পড়াশুনা করেন। ১৮৬৬ খ্রী. জয়পুর নোবলস কলেজের প্রধান শিক্ষক হন। পরে জয়পুর মহারাজের প্রাইভেট সেক্রেটারী ও শেষে প্ৰধানমন্ত্রীর পদ পান। ১৯০১ খ্ৰী. জয়পুররাজ তাঁকে কাউন্সিলের সদস্য-পদে নিযুক্ত করেন। ১৯০২ খ্রী. জয়পুররাজের সঙ্গে ইংল্যান্ড গিয়ে সম্রাট সপ্তম এডওয়ার্ডের রাজ্যাভিষেক উপলক্ষে ‘করোনেশন মেডেল’ পান। তাঁর কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে জয়পুররাজ তাকে বংশানুক্রমে ‘সরদার’ উপাধি প্ৰদান করেন। ১৯০৫ খ্ৰী. তিনি যুবরাজ প্রিন্স অফ ওয়েলস কর্তৃক ‘এম ভি-ও’ উপাধি-ভূষিত হন। এই বছরই জয়পুররাজের কাছ থেকে তিনি রাজ্যের ‘তাজিমি সর্দার’ নামক সম্মানজনক ও দুর্লভ উপাধি লাভ করেন।
পূর্ববর্তী:
« ষষ্ঠীদাস মজুমদার, কবিরাজ
« ষষ্ঠীদাস মজুমদার, কবিরাজ
পরবর্তী:
সঙ্ঘমিত্ৰা, সন্ন্যাসিনী »
সঙ্ঘমিত্ৰা, সন্ন্যাসিনী »
Leave a Reply