শীলভদ্ৰ (? — আনুমানিক ৬৫৪)। প্রখ্যাত বৌদ্ধ আচার্য। নিম্নবঙ্গে সমতটের এক ব্ৰাহ্মণ রাজবংশে জন্ম। নবদ্বীপ বা বিক্রমপুরস্থ রামপালকেও তাঁর জন্মস্থান বলে অনুমান করা হয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যক্ষ ধর্মপাল তাঁর শিক্ষাগুরু ছিলেন। ধর্মপাল ৬৩৫ খ্রী. পদত্যাগ করলে তিনি তাঁর স্থলাভিষিক্ত হন। তাঁর অসাধারণ পাণ্ডিত্যের খ্যাতি সুদূর বিস্তারী ছিল। এক ব্ৰাহ্মণ পণ্ডিতের সঙ্গে শাস্ত্রীয় বিচারে জয়লাভ করায় মগধের রাজা তাঁকে যে নগর দান করেছিলেন তিনি সেখানে একটি বিহার নির্মাণ করেন। নগরের রাজস্ব থেকে ঐ বিহারের ব্যয় নির্বাহ হত। চৈনিক পর্যটক হিউয়েন সাঙ নালন্দায় এসে তাঁর পাণ্ডিত্য দর্শনে মুগ্ধ হয়ে তাঁর শিষ্যত্ব গ্ৰহণ করেন। অপর এক চৈনিক পণ্ডিত হুই লি বলেন সমস্ত বৌদ্ধ শাস্ত্র শীলভদ্রের আয়ত্ত ছিল। বিজ্ঞানবাদ চর্চায়ও তাঁর দক্ষতা ছিল। বৌদ্ধধর্ম গ্রহণের পর তিনি ‘দণ্ডদেব’ নামে ভূষিত হন। তাঁর রচিত ‘আৰ্য-বুদ্ধ-ভূমি ব্যাখান’ গ্রন্থটি তিব্বতী ভাষায় অনূদিত হয়েছে।
পূর্ববর্তী:
« শীর্ষেন্দু মুখোপাধ্যায়
« শীর্ষেন্দু মুখোপাধ্যায়
পরবর্তী:
শুক্ৰেশ্বর »
শুক্ৰেশ্বর »
Leave a Reply