শিশিরকুমার গুহ। ২৩-১২-১৯০৭ খ্রী. ঢাকার জেলা ম্যাজিষ্ট্রেট অ্যালনকে হত্যার চেষ্টা ব্যর্থ হলে শিশিরকুমার কিছুদিন আত্মগোপন করে থাকেন। প্রায় ৭ বছর পর অপর এক রাজনৈতিক কারণে গ্রেপ্তার হন এবং এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেন। পরে গ্রামে অন্তরীণ থাকা কালে তাঁর মৃত্যু হয়।
পূর্ববর্তী:
« শিশির মণ্ডল
« শিশির মণ্ডল
পরবর্তী:
শিশিরকুমার ঘোষ »
শিশিরকুমার ঘোষ »
Leave a Reply