শিবেন্দ্রমোহন রায় (? – ৯-১২-১৯৪৯) কুষ্টিয়া—বাংলাদেশ। কমিউনিস্ট কর্মী। পাকিস্তানে জননিরাপত্তা আইনে বন্দী হন। রাজনৈতিক বন্দীদের মর্যাদা এবং সাধারণ বন্দীদের প্রতি মানবিক অধিকারের দাবীতে ১৫০ জন অনশন ব্ৰতী রাজনৈতিক কামী ১-১২-১৯৪৯ তারিখ থেকে ৫৮ দিন যে ধর্মঘট চালিয়েছিলেন তিনি তাতে অংশ গ্ৰহণ করেছিলেন। জেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনার ফলে ঢাকা জেলের কুখ্যাত ৬ ডিগ্রির সেলে তাঁর মৃত্যু হয়।
পূর্ববর্তী:
« শিবানন্দ, স্বামী
« শিবানন্দ, স্বামী
পরবর্তী:
শিরোমণি, রাণী »
শিরোমণি, রাণী »
Leave a Reply