শিবানন্দ, স্বামী (১৮৫৩ — ১৯৩৩) পিতা রামকানাই ঘোষাল। রাণী রাসমণির সম্পত্তির উকিল ছিলেন। পূর্বনাম তারকনাথ। সেই সূত্রেই দক্ষিণেশ্বরে শ্ৰীরামকৃষ্ণের সঙ্গে তাঁর পরিচয়। তিনি যৌবনে। কেশবচন্দ্রের উপদেশে ব্ৰাহ্মসমাজে যোগ দেন ও পরে শ্ৰীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্ৰহণ করেন। স্ত্রীর মৃত্যুর পর সংসারত্যাগী হন। শ্ৰীরামকৃষ্ণের মৃত্যুর পর বরাহনগরে প্রতিষ্ঠিত মঠে যোগ দেন। ১৮৯৩ খ্রী. স্বামী বিবেকানন্দ আমেরিকা গেলে তিনি ভারতের নানা স্থান পরিভ্রমণ করেন। এইসময় আলমোড়ায় থিয়াসফিস্ট স্টাডির আলোচনার ফলে তিনি বিলাতে যান ও স্বামী বিবেকানন্দকে সেখানে যাবার আমন্ত্রণ জানান। দক্ষিণ ভারতে প্রচারকাজ পরিচালনা করে ১৮৯৭ খ্রী. সিংহল যান। কাশীতে অদ্বৈতাশ্রম প্ৰতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার হিন্দী অনুবাদ প্রচার করেন। প্রথম থেকেই বেলুড় মঠের অন্যতম ট্রাস্টী ছিলেন এবং পরে মঠের কার্যভার গ্রহণ করেন। ১৯১৪ খ্রী. তাঁর চেষ্টায় আলমোড়ায় মঠ প্রতিষ্ঠার কাজ আরম্ভ হয়। ১৯২২ খ্রী. স্বামী ব্ৰহ্মানন্দের মৃত্যুর পর রামকৃষ্ণ মিশনের সভাপতি নিযুক্ত হন।
পূর্ববর্তী:
« শিবানন্দ সেন
« শিবানন্দ সেন
পরবর্তী:
শিবেন্দ্রমোহন রায় »
শিবেন্দ্রমোহন রায় »
Leave a Reply