শিবানন্দ সেন (১৬শ শতাব্দী) কাঁচরাপাড়া-চব্বিশ পরগনা। তাঁর তিন পুত্র চৈতন্যদাস, রামদাস ও পরমানন্দ (কবিকর্ণপুর) কবি হিসাবে খ্যাত। নিজেও কবি ছিলেন। তিনি প্রতি বছর রাসের সময় এদেশ থেকে মহাপ্রভুর ভক্তদের নিয়ে নীলাচলে যেতেন। ‘শ্ৰীচৈতন্যচরিত মহাকাব্য’, ‘শ্রীচৈতন্যচন্দ্রোদয়’, ‘অলঙ্কারকৌস্তুভ’, ‘আনন্দবৃন্দাবনচম্পূকাব্য’ ও ‘গৌরগণোদ্দেশদীপিকা’ এবং ‘চৈতন্যশতকগুণাবলী’ তাঁর রচিত।
পূর্ববর্তী:
« শিবসুন্দরী দেবী
« শিবসুন্দরী দেবী
পরবর্তী:
শিবানন্দ, স্বামী »
শিবানন্দ, স্বামী »
Leave a Reply