শিবসুন্দর দেব, ড. (১৮-৮-১৯০৫ — ২৩-২-১৯৭৯) বারুইপুর–চব্বিশ পরগনা। পিতা ত্ৰৈলোক্যনাথ এদেশে লিথোগ্রাফীর কাজে অন্যতম অগ্রণী ছিলেন। ১৯২৬ খ্ৰী. ভূতত্ত্ববিজ্ঞান নিয়ে স্নাতক হন। আর্থিক অসচ্ছলতার জন্য পড়া ছেড়ে ধানবাদ স্কুল অব সায়েন্সে ডেমনষ্ট্রেটরের কাজ নেন ও পরে লেকচারার হন। সেখানে সাত বছর কাজ করে মাতার মৃত্যুর পরে উচ্চশিক্ষার্থ ফ্রান্সে যান। সেখানে বিখ্যাত সোরবোন বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ উপাধি D. Sc. লাভ করেন ও ১৯৩৯ খ্রী. দেশে ফিরে আসেন। ১৯৪১ খ্রী. শিক্ষাব্ৰতী ও সমাজসেবিকা শান্তা চৌধুরীর সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৯৪৫ খ্ৰী. পর্যন্ত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের নতুন শাখা Applied Geology বিভাগে কাজ করেন। পরে যাদবপুরের National Council of Education-এর Engineering Geology-র অধ্যাপক নিযুক্ত হন। ১৯৫৬ খ্রী. যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে ফলিত ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগের গোড়াপত্তন করেন। ১৯৬৯ খ্রী. অবসর গ্রহণের পরেও উষ্ণ প্রস্রবণ বিষয়ে গবেষণা চালিয়ে বহু নূতন তথ্য ও তত্ত্ব উপস্থাপিত করেন। ১৯৫৭ খ্রী. National Academy of Sciences-এর ফেলো নির্বাচিত হন। ১৯৬৪ – ৬৫ খ্রী. ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ভূতত্ত্ব শাখার সভাপতি হয়েছিলেন। ‘এশিয়াটিক সোসাইটি’ ও বহু শিক্ষামূলক প্ৰতিষ্ঠানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাঁর রচিত ‘Economic Geology’ বিশেষ উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« শিবরাম মাঝি
« শিবরাম মাঝি
পরবর্তী:
শিবসুন্দরী দেবী »
শিবসুন্দরী দেবী »
Leave a Reply