শিবপদ সেন, ড. (আগস্ট ১৯১৪ –- ৯-৬-১৯৭৯) উলিপুর–কুষ্টিয়া, নদীয়া। লন্ডন স্কুল অব ওরিয়েন্টাল স্টাডিজ থেকে ১৯৩৮ খ্রী. ইতিহাসে অনার্স নিয়ে পাশ করেন। ১৯৩৯ খ্রী. বগুড়া কলেজে তাঁর শিক্ষক-জীবনের শুরু। পরে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এবং বিশ্বভারতীতে অধ্যাপনা করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ডি.ফিল. ও ডি.লিট. উপাধিপ্রাপ্ত ছিলেন। ১৯৬১ খ্ৰী. সিঙ্গাপুরে ও ১৯৬৪ খ্রী. হংকঙে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন। বহু বছর ভারতীয় ইতিহাস কংগ্রেসের কার্যকরী সমিতির সভ্য ও তিন বছর তার সেক্রেটারী ছিলেন। ১৯৭৩ খ্রী. এশিয়াটিক সোসাইটির ‘যদুনাথ সরকার গোল্ড মেডেল’ লাভ করেন। ১৯৬১ খ্রী. ‘institute of Historica Studies’ স্থাপন করেন। ১৯৭২ খ্রী. থেকে অধ্যাপনার কাজ ছেড়ে এই প্রতিষ্ঠানের উন্নতিকল্পে সচেষ্ট হন। এই সংস্থার পক্ষ থেকে ‘The Quarterly Review of Historical Studies’ নামে পত্রিকা প্ৰকাশ করেন। তাঁর উদ্যোগে সম্পাদিত ‘The Dictionary of National Biography’ (৪ খণ্ড) বিশেষ উল্লেখযোগ্য। অন্যান্য সম্পাদিত গ্রন্থ: ‘Historians & Historiography in Modern India’, ‘Sources of the History of India’ (২ খণ্ড), ‘Social & Religious Reforms in 19th & 20th Centuies’, ‘The Sino-Indian Border Question’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« শিবনাথ সাহা
« শিবনাথ সাহা
পরবর্তী:
শিবপ্রসাদ ভূঁইয়া »
শিবপ্রসাদ ভূঁইয়া »
Leave a Reply