শিবদাস ভাদুড়ী (১৮৮৫ — ১৯৩২)। ১৯১১ খ্রী. মোহনবাগান ক্লাব তাঁর অধিনায়কত্বে ঈস্ট ইয়র্ক দলকে ২-১ গোলে পরাজিত করে প্রথম ভারতীয় দল হিসাবে আইএফ এ শীল্ড পায় ও ফুটবলের ইতিহাসে ভারতের মুখ উজ্জ্বল করে। এছাড়া তাঁর অধিনায়কত্বে মিলিটারী মেডিক্যাল, ওয়াইএমসিএ, চৌরঙ্গী মেজরারুস প্রভৃতি দল পরাজিত হয়। সাধারণত লেফট লাইনে খেলতেন। তিনি পশুচিকিৎসক হিসাবে ভেটারিনারি কলেজের সঙ্গে যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« শিবদাস ঘোষ
« শিবদাস ঘোষ
পরবর্তী:
শিবনাথ ঘোষ »
শিবনাথ ঘোষ »
Leave a Reply