শিবদাস ঘোষ (১৯২১ –- ৫-৮-১৯৭৬) সুভদ্যা-ঢাকা। হরেন্দ্রনারায়ণ। নিম্নমধ্যবিত্ত ঘরের ছেলে। গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। ১৩ বছর বয়সে অনুশীলন সমিতির ডাকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হন। প্রথম জীবনে মানবেন্দ্র রায়ের পাণ্ডিত্য তাঁকে গভীরভাবে আকৃষ্ট করেছিল। ১৯৪০ খ্ৰী. নবগঠিত আরএসপি দলের সঙ্গে প্রথম থেকে যুক্ত ছিলেন। ১৯৪২ খ্রী. আগস্ট আন্দোলনে বিশিষ্ট ভূমিকা গ্ৰহণ করেন। এই সময় আত্মগোপনকালে তিনি গ্রেপ্তার হয়ে ৩ বছর জেলে আটক থাকেন। ১৯৪৮ খ্রী. আরএসপি-র কিছু কর্মী নিয়ে নূতন দল ‘ভারতের স্যোশালিস্ট ইউনিটি সেন্টার’ (S. U. C. I. ) গঠন করেন। রচিত পুস্তিকা : ‘কেন ভারতবর্ষের মাটিতে এসইউসি’, ‘চীনের সাংস্কৃতিক বিপ্লব’, ‘ভারতের সাংস্কৃতিক আন্দোলন ও আমাদের কর্তব্য’, ‘চাষী আন্দোলন প্রসঙ্গে’, ‘কমরেড সুবোধ ব্যানার্জী স্মরণে’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« শিবচন্দ্ৰ সিদ্ধান্ত
« শিবচন্দ্ৰ সিদ্ধান্ত
পরবর্তী:
শিবদাস ভাদুড়ী »
শিবদাস ভাদুড়ী »
Leave a Reply