শিবচন্দ্ৰ সিদ্ধান্ত (১৭৯৭? -– ১৮৭১?) বৈদ্য-বেলঘরিয়া-রাজশাহী। রামকিশোর তর্কালঙ্কার। ১৭ বছর বয়সে নিজ গ্রামে চতুষ্পাঠী খুলে অধ্যাপনা শুরু করেন। পাণ্ডিত্যের জন্য বহু দূর থেকে ছাত্ররা পড়তে আসত। পরে অধ্যাপনা ছেড়ে বারাণসীতে গিয়ে তৎকালের সর্বপ্ৰধান পণ্ডিত কাকারাম শাস্ত্রীর শিষ্যত্ব গ্ৰহণ করেন এবং সাংখ্য, পাতঞ্জল, মীমাংসা, বেদান্ত ও জ্যোতিষাদি শাস্ত্ৰ স্বহস্তে লিখে অধ্যয়ন করতে থাকেন। পাঠ শেষ করে স্বগ্রামে পুনরায় চতুষ্পাঠী খোলেন। তিনি অর্জিত সমস্ত অর্থই ছাত্রদের জন্য ব্যয় করতেন। কথিত আছে, একসময় রাধাকান্তদেব কোনও বিষয়ে প্রমাণ সংগ্ৰহাৰ্থে বাঙলার পণ্ডিতমণ্ডলীর শরণাপন্ন হন, কিন্তু শিবচন্দ্ৰ ছাড়া আর কেউই প্ৰমাণ সংগ্রহ করে দিতে পারেন নি। তাঁর রচিত বহু সংস্কৃত গ্ৰন্থ আছে। তাঁর মধ্যে ১৭ টি মহাকাব্য ও খণ্ডকাব্য এবং ১৭ টি দর্শনাদি-বিষয়ক।
পূর্ববর্তী:
« শিবচন্দ্ৰ বিদ্যার্ণব
« শিবচন্দ্ৰ বিদ্যার্ণব
পরবর্তী:
শিবদাস ঘোষ »
শিবদাস ঘোষ »
Leave a Reply