শিবচন্দ্ৰ বিদ্যার্ণব (১৮৬০ — ২৫-৩-১৯১৩) কুমারখালি—কুষ্টিয়া। প্রসিদ্ধ তান্ত্রিক পণ্ডিত। স্বগ্রামের কৃষ্ণনাথ শিরোমণির কাছে বিদ্যাশিক্ষা করেন। তন্ত্রমহিমায় কাশীবাসীদের মুগ্ধ করেছিলেন। তাঁর বিখ্যাত রচনা : ‘চণ্ডীতত্ত্ব’। অপর উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘রাসলীলা’ (বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত্রের সমালোচনা), ‘গীতাঞ্জলি’ (স্বরচিত শাক্তসঙ্গীতের সঙ্কলন), ‘গঙ্গেশ’ (নাটক), ‘তন্ত্রতত্ত্ব’, ‘কর্তা ও মন’, ‘স্বভাব ও অভাব, ‘মা’, ‘দুর্গোৎসব’ প্রভৃতি। ‘শৈবী’ মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন। কলিকাতা হাইকোর্টের বিচারপতি স্যার জন উডরফ তাঁর শিষ্যদের অন্যতম ছিলেন। উডরফ তাঁর লেখা ‘তন্ত্রতত্ত্ব’ গ্রন্থের ইংরেজী অনুবাদ করে ‘প্রিন্সিপলস অফ তন্ত্র’ নামে প্রচার করেন।
পূর্ববর্তী:
« শিবচন্দ্ৰ নদী, রায়বাহাদুর
« শিবচন্দ্ৰ নদী, রায়বাহাদুর
পরবর্তী:
শিবচন্দ্ৰ সিদ্ধান্ত »
শিবচন্দ্ৰ সিদ্ধান্ত »
Leave a Reply