শিবচন্দ্ৰ নদী, রায়বাহাদুর (জুন ১৮২৪ –- ৯-৪-১৯০৩) কলিকাতা। প্ৰথম ভারতীয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। উচ্চশিক্ষা না পেলেও ইংরেজী শিখে টাঁকশালে কেরানীর চাকরিতে প্ৰবেশ করেন। ২৬ বছর বয়সে ভারতবর্ষে টেলিগ্রাফ যন্ত্র প্রতিষ্ঠার ভারপ্রাপ্ত উইলিয়ম ও’ শৌনেসি ব্রুকের সহকারী নিযুক্ত হয়ে বিভিন্ন গ্ৰন্থাদি পাঠ করে টেলিগ্রাফের কাজে দক্ষতা অর্জন করেন। ১৮৫২ খ্রী. কলিকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত পরীক্ষামূলক প্রথম টেলিগ্ৰাফ লাইন প্রতিষ্ঠার ভারপ্রাপ্ত হয়ে সফলকাম হন এবং এই সময় বড়লাট লর্ড ডালহৌসি স্বয়ং সাঙ্কেতিক ধবনি দ্বারা তাঁকে অভিনন্দিত করেন। এরপর তিনি টেলিগ্রাফ বিভাগের ইনস্পেক্টর-ইন-চার্জ এবং কিছুদিন সর্বময় কর্তা ছিলেন। ঢাকা পর্যন্ত টেলিগ্রাফ লাইন বিস্তারের উদ্দেশ্যে জীবন বিপন্ন করে জেলে ডিঙি নিয়ে পদ্মায় ৭ মাইল কেবল বসাবার দায়িত্ব নেন এবং মাটির নীচ থেকে লাইন তোলবার জন্য তালগাছের খুঁটি ব্যবহারের নকশা দিয়েছিলেন। ১৮৫২–৫৬ খ্রী. কলিকাতা থেকে বরাকর, এলাহাবাদ, বারাণসী ও বারাণসী থেকে মীরজাপুর পর্যন্ত টেলিগ্ৰাফ লাইন স্থাপন করেন। ১৮৮৪ খ্রী. অবসর-গ্ৰহণ করেন।
পূর্ববর্তী:
« শিবচন্দ্র সার্বভৌম, মহামহোপাধ্যায়
« শিবচন্দ্র সার্বভৌম, মহামহোপাধ্যায়
পরবর্তী:
শিবচন্দ্ৰ বিদ্যার্ণব »
শিবচন্দ্ৰ বিদ্যার্ণব »
Leave a Reply