শিবচন্দ্র দেব (২০-৭-১৮১১ –- ১২-১১-১৮৯০) কোন্নগর-হুগলী। ব্রজকিশোর। ১৯২৫ খ্রী. হিন্দু কলেজে ভর্তি হন। ডিরোজিওর শিষ্যদলের অন্যতম। উচ্চতর গণিতশাস্ত্ৰে জ্ঞান ছিল। সার্ভে বিভাগের কম্পিউটার হিসাবে কর্মজীবন শুরু করে ১৮৩৮ খ্রী. ডেপুটি কালেক্টররূপে সাবঅর্ডিনেট একজিকিউটিভ সার্ভিসে যোগ দেন এবং ১৮৬৩ খ্রী. অবসর গ্ৰহণ করেন। ১৮৪৩ খ্রী. ব্ৰাহ্মসমাজে যোগ দিয়ে ১৮৫০ খ্রী. নেতৃস্থানীয় হয়ে ওঠেন। ১৮৭৮ খ্ৰী. সাধারণ ব্ৰাহ্মসমাজের নেতা নির্বাচিত হন। স্ত্রী-শিক্ষা ব্যতীত সামাজিক উন্নয়ন সম্ভব নয় ভেবে তিনি নিজ কন্যাদের বেথুন স্কুলে ভর্তি করান। ১৮৬০ খ্রী. নিজ বাড়িতেই বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কোন্নগর ইংরেজী ও ভার্নাকুলার বিদ্যালয়ের তিনি প্রতিষ্ঠাতা। রচিত গ্ৰন্থ : ‘শিশুপালন’ ও ‘অধ্যাত্মবিজ্ঞান’। ‘হিন্দু হিতার্থী বিদ্যালয়’ প্রতিষ্ঠা-কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হন। ‘কোন্নগর হিতসাধিনী সভা’ প্ৰতিষ্ঠা করেন। তাঁর উদ্যোগে রেল স্টেশন স্থাপিত হয়। ১৮৫৮ খ্রী. একটি সাধারণ পাঠাগার এবং ১৮৬৮ খ্রী. একটি হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় স্থাপন তাঁরই অক্লান্ত চেষ্টার ফল। শ্ৰীরামপুর মিউনিসিপ্যালিটির কমিশনার (১৮৬৫ – ১৮৭৮) ও ‘জ্ঞানান্বেষণ সমিতি’র উৎসাহী সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« শিবকালী মণ্ডল
« শিবকালী মণ্ডল
পরবর্তী:
শিবচন্দ্র সার্বভৌম, মহামহোপাধ্যায় »
শিবচন্দ্র সার্বভৌম, মহামহোপাধ্যায় »
Leave a Reply