শামসুল হুদা, নবাব (১৮৬২ – ১৯২২) গোকর্ণ–ত্রিপুরা। কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে এম. এ ও বি. এল. পাশ করে কিছুদিন কলিকাতা মাদ্রাসা কলেজে অধ্যাপনার পর হাইকোর্টে ওকালতি শুরু করেন। এরপর বঙ্গীয় একজিকিউটিভ কাউন্সিলের সদস্যরূপে কাজ করেন। কিছুদিন হাইকোর্টের বিচারপতি ছিলেন। ১৯২০ খ্ৰী. মন্টেগু-চেমসফোর্ডের সংস্কারবিধি প্রবর্তিত হলে তিনি বঙ্গীয় ব্যবস্থা পরিষদের প্রথম সভাপতি হন। কিছুকাল ব্যবস্থাপক সভার সভ্য ছিলেন। ১৯১৩ খ্রী. ‘নবাব’ ও ১৯১৬ খ্রী. ‘কেসিআইই’ উপাধি পান।
পূর্ববর্তী:
« শামসুল হুদা
« শামসুল হুদা
পরবর্তী:
শামীম আজাদ »
শামীম আজাদ »
Leave a Reply