শামসুল হুদা (১৮৯৮ — ২৭-৫-১৯৭৫) নোয়াখালী। মালবাহী জাহাজের ডেকের খালাসী হয়ে সানফ্রান্সিসকো যাবার পথে অল্পদিনের জন্য সাংহাই থাকা কালে সেখানে গদর পার্টির সংস্পর্শে আসেন। পুলিসের তাড়া খেয়ে তিনি নিউ ইয়র্ক পালিয়ে যান। ১৯২৫ খ্রী. শিকাগোতে গিয়ে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। পরে সোভিয়েট ইউনিয়নে যান এবং সেখানে প্ৰাচ্য শ্রমজীবী বিশ্ববিদ্যালয়ে (University for the Toilers of the East) ভর্তি হন। ১৯২৮ খ্রী. ভারতবর্ষে ফিরে আসেন। মীরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে ৫ বছর কারারুদ্ধ থাকেন। ১৯৩৪ খ্রী. মুক্তি পাবার পর থেকে পার্টির সর্বক্ষণের কর্মী হিসাবে আমৃত্যু কাজ করে যান। তিনি কলিকাতা কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের সঙ্গে বহুদিন যুক্ত ছিলেন। দুই বার কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন।
পূর্ববর্তী:
« শামসুর রাহমান
« শামসুর রাহমান
পরবর্তী:
শামসুল হুদা, নবাব »
শামসুল হুদা, নবাব »
Leave a Reply