শামসুদ্দীন, ডা. (? –- ৯-৪-১৯৭১)। এই সেবাব্রতী ডাক্তার ১৯৪৬ খ্রী. হিন্দু-মুসলমানের রক্তক্ষয়ী দাঙ্গার মধ্যেও কলিকাতা ও বিহারে আহতদের সেবা করেছেন। ঢাকাতে রেসিডেন্ট সার্জেন থাকা কালে তাঁর উদ্যোগে ‘পাকিস্তান অ্যাম্বুলেন্স কোর’ গঠিত হয়। ১৯৫৮ খ্ৰী. গুটি বসন্তের প্রকোপে যখন ৬০ হাজার লোকের প্রাণহানি ঘটে তিনি তখন ডাক্তার ও মেডিক্যাল ছাত্রদের নিয়ে মহামারীর প্রতিরোধে অভিযান চালান। পূর্ব-পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় হাসপাতালে তিনি মুক্তিবাহিনীর গেরিলা ইউনিটকে সক্রিয়ভাবে সাহায্য করেছেন। পাক সেনাবাহিনী হাসপাতাল এলাকা ঘিরে ফেলে ডাক্তার শামসুদ্দীন সহ আরও কয়েকজন কর্মচারীকে গুলি করে হত্যা করে। ঢাকা মেডিক্যাল কলেজের চিকিৎসক ফজলে রাবিব, ডা. আলীম চৌধুরী, ডা. জিকরুল হক এবং আরও অনেক ডাক্তার ও বুদ্ধিজীবী পাক বাহিনীর হাতে এই সময় নিহত হন।
পূর্ববর্তী:
« শামসুদ্দীন তাবরেজী
« শামসুদ্দীন তাবরেজী
পরবর্তী:
শামসুন নাহার মাহমুদ »
শামসুন নাহার মাহমুদ »
Leave a Reply