শান্তিরঞ্জন সোম (১৯০৬ –- ৮-২-১৯৮০) হাজরা–মুন্সীগঞ্জ, ঢাকা। যোগেন্দ্রনাথ। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনে অনুপ্রাণিত হয়ে সরকারী স্কুল ছেড়ে জাতীয় বিদ্যালয়ে ভর্তি হন। এই সময়ে বেআইনী বিজ্ঞপ্তি বিলি করার জন্য গ্রেপ্তার হন। ১৯২২ খ্রী. মুক্তি পাবার পর কর্মী হিসাবে অভয় আশ্রমে যোগ দেন। ১৯২৯ খ্রী. জীবনলাল চট্টোপাধ্যায়ের বিপ্লবী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন। পরে অন্যান্য বিপ্লবী দলের সঙ্গেও সহযোগিতা করেন। ১৯৩১ খ্রী. ঢাকার জেলা ম্যাজিষ্ট্রেট ড়ুর্নোকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে কারারুদ্ধ হন। হিজলী বন্দী শিবিরে থাকাকালে কমিউনিস্ট কনসলিডেশনে যোগ দেন। ১৯৩৭ খ্রী. মুক্ত হয়ে ১৯৪১ খ্রী. পর্যন্ত কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন। এসময় একবার ৬ মাসের জন্য কারাবাসও করেন। দেশ-বিভাগের পর গ্রেপ্তার এড়াতে ভারতে চলে আসেন। কলিকাতাতে থাকতেন।
পূর্ববর্তী:
« শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায়
« শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
শামসুদ্দীন তাবরেজী »
শামসুদ্দীন তাবরেজী »
Leave a Reply