শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায় (১৯২০ –- ১২-৭-১৯৭২) বগুড়া। আদি নিবাস ঢাকা। ১৯৪০ খ্রী. কলিকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে বি-এ পাশ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন। সওগাত পত্রিকায় সাংবাদিকরূপে কাজ করেন। মুসলমান সমাজে প্ৰগতিশীল ভাবলোক রচনায় পত্রিকাটির দান অপরিসীম। পরে ‘স্বরাজ’, ‘পশ্চিমবঙ্গ’ এবং ‘সত্যযুগ’ পত্রিকায় সহ-সম্পাদকরূপে কাজ করেন। ১৯৫৪ খ্রী. ‘আনন্দবাজার’ পত্রিকায় যোগ দেন এবং আমৃত্যু সহ-সম্পাদক ছিলেন। কবিতা রচনা দিয়ে সাহিত্য-সাধনা শুরু করলেও তিনি গল্প ও উপন্যাস-লেখক হিসাবেই পাঠক-মহলে সুপরিচিত হন। কয়েকটি বিদেশী গ্রন্থেরও বঙ্গানুবাদ করেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘প্ৰেম-ভালোবাসা ইত্যাদি’, ‘রাম ও রহিম’, ‘তিমিরভিসার’, ‘সুসমাচার’, ‘নিকষিত হেম’, ‘মিশ্ররাগিণী’, ‘আধুনিক ভারতীয় সাহিত্য’, ‘করুণা করো না’, ‘প্রিয়তমাসু’, ‘গোধূলির গান’, ‘অন্তর্জ্বালা’, ‘রাজসূয়’, ‘সেই আশ্চর্য রাত’ প্রভৃতি। একসময় তিনি ‘অভিবাদন’ নামে একটি সাহিত্য পত্রিকা প্ৰকাশ করেছিলেন।
পূর্ববর্তী:
« শান্তিপদ চক্রবর্তী
« শান্তিপদ চক্রবর্তী
পরবর্তী:
শান্তিরঞ্জন সোম »
শান্তিরঞ্জন সোম »
Leave a Reply