শান্তি বর্ধন (১৯১৬ — ১৯৫৪) বিরামপুর-ত্রিপুরা। উকিল পিতারকর্মক্ষেত্র কুমিল্লা শহরে জন্ম। ছাত্রাবস্থাতে নাচ শেখার উৎসাহ জাগে। ১৯৪৭ খ্রী. দেশ-বিভাগের পর কলিকাতায় এসে এক সঙ্গীত বিদ্যালয়ে ভর্তি হয়ে আধুনিক নৃত্য শেখেন। এ সময়েই ত্রিপুরার নৃত্যশিল্পী মণি বর্ধনের কাছে শিক্ষার্থী হয়ে ‘কথাকলি’ নৃত্যশিক্ষা করেন। পরে ত্রিপুরারই মণিশঙ্কর ভট্টাচার্যের কাছে শেখেন ভারতনাট্যম, কখক, মণিপুরী ও লোকনৃত্য। মণিপুরী নৃত্য আয়ত্ত করতে মণিপুরে যান। আলমোড়ায় উদয়শঙ্কর প্রতিষ্ঠিত ‘ইণ্ডিয়ান কালচারাল সেন্টার’-এ তিনি শিক্ষকরূপে যোগ দেন। পরে ভারতের নানা অংশের লোকগীতিকে ভিত্তি করে নৃত্য-সৃষ্টি করেন এবং বোম্বের অন্ধেরী অঞ্চলে নিজস্ব নৃত্যানুশীলন-কেন্দ্র গড়ে তোলেন। বোম্বের I. P. T. A. (Indian People’s Theatre Association)-এর সঙ্গেও যোগাযোগ ছিল। চাকরিজীবী হলেও নৃত্যসগিক্ষকের কাজ ত্যাগ করেন নি। তুলসীদাসের ‘রামচরিত মানস’ ভিত্তি করে তিনি ‘কাঠপুতুলি নৃত্য’ সৃষ্টি করেন। পণ্ডিত জওহরলাল নেহেরুর ‘Discovery of India’ পুস্তক অবলম্বনে রচিত তাঁর নৃত্যকর্ম ১৯৪৮ খ্ৰী. স্বাধীনতা উৎসবে দিল্লীতে প্ৰদৰ্শিত হলে উচ্চপ্ৰশংসা পায়। বোম্বেতে ১৯৫২ খ্রী. ‘লিটল ব্যালে ট্রুপ’ প্রতিষ্ঠা করেন। নৃত্যশিল্পী গুণা বর্ধন তাঁর স্ত্রী। রচিত পুস্তক : ‘নৃত্যবিজ্ঞান’।
পূর্ববর্তী:
« শান্তি গুপ্তা
« শান্তি গুপ্তা
পরবর্তী:
শান্তি সেন »
শান্তি সেন »
Leave a Reply