শান্তিপদ চক্রবর্তী (? — ১৯৪৩) কাট্টলী-চট্টগ্রাম। পূরণচন্দ্ৰ। স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রাবস্থায় ১৯৩০ খ্রী. পিকেটিং করে গোরা সার্জেন্ট কর্তৃক বেত্ৰাহিত হন। পরে চট্টগ্রাম যুব বিপ্লবী দলে যোগ দেন। প্রীতিলতার নেতৃত্বে পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাব আক্রমণে অংশগ্ৰহণ করেন। মাস্টারদার গ্রেপ্তারের সময় বুকের ডানদিকে গুলি লাগা সত্ত্বেও বা হাতে গুলি চালিয়ে বেষ্টনী ভেদ করেন। কয়েকমাস পরে ১৯৩৪ খ্রী. তিনি ধরা পড়েন। অস্ত্ৰ আইনে ৮ বছর আন্দামানে দ্বীপান্তর দণ্ড ভোগ করেন। মুক্তির পর ভগ্ন স্বাস্থ্য হেতু চট্টগ্রাম হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই মারা যান।
পূর্ববর্তী:
« শান্তি সেন
« শান্তি সেন
পরবর্তী:
শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায় »
শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply