শান্তা দেবী (২৯-৪-১৮৯৩ — ৩০-৫-১৯৮৪) কলিকাতা। প্ৰখ্যাত সাংবাদিক ও সমাজ সংস্কারক রামানন্দ চট্টোপাধ্যায়। আদিনিবাস বাঁকুড়া। শাস্তাদেবী ও তাঁর কনিষ্ঠা ভগিনী সীতাদেবীর রচনা এককালে বাঙলাদেশের সাহিত্যক্ষেত্রে আলোড়ন তুলেছিল। ১৮৯৫–১৯০৮ খ্রী. পিতার কর্মস্থল এলাহাবাদে কাটে। শিক্ষা শুরু পিতৃবন্ধু নেপালচন্দ্র ও ইন্দুভূষণ রায়ের কাছে। ব্ৰাহ্মসমাজ নেতা পিতারগৃহে উদার স্বাধীনতা এবং ‘প্রবাসী’ ও ‘মডার্ন রিভিউ’ পত্রিকার সাংস্কৃতিক ও সাহিত্যিক পরিবেশের মধ্যে বড় হয়ে ওঠেন। কলিকাতায় ফিরে দুই ভগিনী বেথুন স্কুলে ভর্তি হন। ঐ কলেজ থেকেই ১৯১৪ খ্রী. তিনি মেয়েদের মধ্যে প্রথম হয়ে বি.এ. পাশ করে বিশ্ববিদ্যালয়ের পদ্মাবতী স্বর্ণপদক লাভ করেন। বাংলা, ইংরেজী, হিন্দী ও সংস্কৃত ভাষায় এবং অর্থনীতি ও অঙ্কশাস্ত্ৰে বিশেষ পারদর্শী ছিলেন। কলেজে পড়ার সময় ১৯১২ খ্ৰী. দুই ভগিনী মিলে শ্ৰীশচন্দ্ৰ বসুর Folk Tales of Hindusthan গ্রন্থটি ‘হিন্দুস্থানী উপকথা’ নামে অনুবাদ করে খ্যাতি অর্জন করেন। বইটির চিত্তাকর্ষক ছবিগুলি উপেন্দ্ৰকিশোর রায়চৌধুরীর আঁকা। সংযুক্তা দেবী ছদ্মনামে ১৯১৮ খ্ৰী তাঁদের রচিত প্ৰথম উপন্যাস ‘উদ্যানলতা’য় কলিকাতায় নারী জাগরণের প্রথম উন্মেষের ছবি ফুটে উঠেছে। ‘The Garden creeper নামে এটি অনূদিত হয়েছে। ১৯১৯ খ্রী. তাদের ছোটগল্প সংকলনের ইংরেজী অনুবাদ ‘Tales of Bengal’ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্ৰকাশ করে। ১৯১৭ খ্রী. থেকে দুবছর শান্তিনিকেতনে থাকাকালে নন্দলাল বসুর কাছে অঙ্কন শিক্ষা করেছেন। দেশে বিদেশে তাঁর আঁকা ছবির প্রদর্শনী হয়েছে। প্ৰসিদ্ধ ঐতিহাসিক কালিদাস নাগের সঙ্গে ১৯২৫ খ্রী. তাঁর বিবাহ হয়। স্বামীর সঙ্গে বহুদেশ ভ্রমণের অভিজ্ঞতার বিষয় ‘প্রবাসী’ পত্রিকায় লিখেছেন, যেমন ‘মহেঞ্জোদাড়োর কথা’, ‘জাপানের ডায়রী’ প্রভৃতি। আমেরিকা প্রবাসে তিনি মিনেসোটার ম্যাকালেস্টর কলেজে বাংলা সাহিত্য সম্পর্কে ধারাবাহিক বক্তৃতা দেন (১৯৫২–৫৩)। ‘প্রবাসী’র সম্পাদকীয় বিভাগে নানা দায়িত্বপূর্ণ কাজ করেছেন। ‘ভারত মুক্তিসাধক রামানন্দ ও অর্ধ শতাব্দীর বাংলা’ গ্ৰন্থটির জন্য তিনি ১৯৪৯ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী স্বর্ণপদক লাভ করেন। রচিত। অন্যান্য গ্ৰন্থ : উপন্যাস—‘জীবনদোলা’, ‘চিরন্তনী’, ‘দুহিতা’, ‘অলখঝোরা’; গল্পসংকলন— ‘উষসী’, ‘সিঁথির সিঁদুর’, ‘বধূবরণ, ‘দেয়ালের আড়াল’, ‘পঞ্চদর্শী’; শিশু সাহিত্য- ‘সাত রাজার ধন’, ‘হুক্কাহুয়া’, ‘কেমন জব্দ’। ভ্রাতার মৃত্যুর পরে লেখা তাঁর ‘শোক ও সান্ত্বনা’ বইটি মৃত্যুচিন্তার এক অসাধারণ দলিল। ‘পূর্বস্মৃতি’ তাঁর স্মৃতিগ্ৰন্থ।
পূর্ববর্তী:
« শান্তশীলা পালিত
« শান্তশীলা পালিত
পরবর্তী:
শান্তি গুপ্তা »
শান্তি গুপ্তা »
Leave a Reply