শশিভূষণ দাশগুপ্ত (১৯১১ –- ২১-৭-১৯৬৪) চন্দ্ৰহার-বরিশাল। কালীপ্রসন্ন। বরিশাল ব্ৰজমোহন কলেজ থেকে আই.এ এবং স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনশাস্ত্ৰে বি.এ. পাশ করেন। ১৯৩৫ খ্রী. বাংলা সাহিত্যে এম এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। ১৯৩৭ খ্রী. প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি ও ১৯৩৯ খ্রী. পি-এইচ.ডি. উপাধি পান। ১৯৩৫ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক, ১৯৩৮ খ্রী. বাংলা সাহিত্যের অধ্যাপক এবং ১৯৫৫ খ্রী. বাংলা ভাষার রামতনু অধ্যাপক নিযুক্ত হন। বিভিন্ন সংবাদপত্রের লেখক ছিলেন। গবেষণা সংক্রান্ত রচনা, প্ৰবন্ধ, উপন্যাস ও শিশু-সাহিত্যের গ্রন্থকার হিসাবে বাংলা সাহিত্যে তিনি স্মরণীয়। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘বাংলা সাহিত্যের নবযুগ’, ‘বাংলা সাহিত্যের এক দিক’; কবিতা— ‘এপারে ওপারে’, ‘সীতা’; কথিকা—‘নিশাঠাকুরের কড়চা’, ‘ক্ষণদর্শন’; কিশোরদের জন্য ‘ছুটির দিনে মেঘের গল্প’, ‘শ্যামলা দীঘির ঈশান কোণে’, ‘ছোটদের বাল্মিকী রামায়ণ’, ‘ছোটদের ব্যাসদেবের মহাভারত’; নাটক—‘রাজকন্যার ঝাঁপি’, ‘দিনান্তের আগুন’; উপন্যাস—‘বিদ্রোহিণী’, ‘জঙ্গলা মাঠের ফসল’; ধর্মসংক্রান্ত—‘Obscure Religious Cults as Background of Bengali Literature’, ‘An introduction to Tantric Buddhism’ প্রভৃতি। ‘ভারতের শক্তিসাধনা ও শাক্ত সাহিত্য’ গ্রন্থের জন্য তিনি ১৯৬১ খ্রী. সাহিত্য আকাডেমি পুরস্কার লাভ করেন। ‘শ্ৰীরাধার ক্রমবিকাশ : দর্শনে ও সাহিত্যে’ তাঁর অন্যতম উল্লেখযোগ্য গ্ৰন্থ। শিশু সাহিত্য সংসদের পরিচালক-মণ্ডলীর সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« শশিভূষণ চৌধুরী
« শশিভূষণ চৌধুরী
পরবর্তী:
শশিভূষণ দে »
শশিভূষণ দে »
Leave a Reply