শশিভূষণ চৌধুরী (১৯০৫ — ১৩-৬-১৯৮৩) ভোলাচঙ্গ–কুমিল্লা। ১৯২৭ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে প্রথম শ্রেণীতে এম.এ পাশ করেন। ১৯৩১–৫০ খ্রী. ঐ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ১৯৫০ খ্রী. ভারতে চলে আসেন এবং প্রেসিডেন্সী কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত হন। Ethnic Settlement in Ancient India–এই বিষয়ের উপর গবেষণা করে পি-এইচডি ডিগ্ৰী লাভ করেন। ১৯৫৭ খ্রী. প্রথম সরকারী গেজেটিয়ার ইউনিট স্থাপনে আমন্ত্রিত হন। ১৯৬১ খ্রী. পর্যন্ত ‘গেজেটিয়ার অব ইণ্ডিয়া’র সম্পাদক ছিলেন। ১৯৬০–৭৩ খ্রী. বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান এবং ১৯৭১–৭৩ খ্রী. তার উপাচার্য ছিলেন। ১৯৬৭ খ্রী. বিধানসভার সদস্য নির্বাচিত হন। ‘Civil Disturbances during British Rule in India 1757-1857, তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। অন্যান্য রচনা ‘Civil Rebellion in the Indian Mutiny’, ‘Theories of the Indian Mutiny’, ‘English Historical Writings on the Indian Mutiny’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« শশিভূষণ চট্টোপাধ্যায়
« শশিভূষণ চট্টোপাধ্যায়
পরবর্তী:
শশিভূষণ দাশগুপ্ত »
শশিভূষণ দাশগুপ্ত »
Leave a Reply