শশিভূষণ চট্টোপাধ্যায় (১৮৪০ – ১৯২৬) কোন্নগর–হুগলী। সংস্কৃত কলেজ থেকে। ‘বিদ্যাবাচস্পতি’ উপাধি প্ৰাপ্ত হয়ে মিথিলায় জ্যোতিষশাস্ত্ৰ অধ্যয়ন করেন। ‘ভারতবর্ষের বিশেষ বিবরণ’ নামে তাঁর লেখা বইটি এক সময় বাঙলা, বিহার, আসাম ও ওড়িশার স্কুল ও পাঠশালার একমাত্র পাঠ্যপুস্তক ছিল। তিনি বাংলা, হিন্দী, ওড়িয়া, কানাড়ি, ইংরেজী, উর্দু, ইত্যাদি ভাষায় মানচিত্ৰ প্ৰস্তুত এবং ‘সহবর’ নামে মাসিক পত্রিকা সম্পাদনা করেন। রচিত ‘রামের রাজ্যাভিষেক’ গ্রন্থে তাঁর সাহিত্যিক প্রতিভার পরিচয় পাওয়া যায়।
পূর্ববর্তী:
« শশিভূষণ অধিকারী
« শশিভূষণ অধিকারী
পরবর্তী:
শশিভূষণ চৌধুরী »
শশিভূষণ চৌধুরী »
Leave a Reply