শশাঙ্কশেখর হাজরা (১৮৮৬ -– ১-১-১৯৬৩) শ্ৰীনগর-ঢাকা। কালীচরণ। আসল নাম অমৃতলাল। বঙ্গভঙ্গের সময় অনুশীলন দলে যোগ দেন। বিপ্লবী দলের সর্বক্ষণের কমিরূপে ঘর ছেড়ে ঢাকা শহরে আসেন। এখানে একটি কামারশালা-খুলে তার আড়ালে ভাঙ্গা অকেজো রিভলভার পিস্তল মেরামতের কাজ করতেন এবং এ বিষয়ে দক্ষ হয়ে ওঠেন। জুন ১৯০৮ খ্রী. দলের নির্দেশে বাহ্রা গ্রামে ডাকাতির নেতৃত্ব করেন। তাঁর দলীয় গুপ্ত নাম ছিল শশাঙ্ক। তাঁর চেষ্টায় ঢাকা অনুশীলন দল ও আচাৰ্য মতিলাল রায়ের চন্দননগর দলের সংযোগ হয়। এছাড়াও বেনারসের শচীন সান্যাল, উত্তর ভারতের রাসবিহারী বসু, শ্রীশ ঘোষ প্রভৃতির সঙ্গেও যোগাযোগ স্থাপিত হয়। রাজাবাজার, বাদুড়বাগান ও কর্নওয়ালিশ স্ট্রীটের কেন্দ্রগুলিতে বিভিন্ন সময়ে এইসব নেতৃবৃন্দ মন্ত্রণা করেছেন। গর্ডন হত্যা প্রচেষ্টা ও মৌলভীবাজার বোমার ঘটনায় ৩ জন সঙ্গী সহ রাজাবাজারের এক গৃহে তাঁকে ১৯১৩ খ্রী. গ্রেপ্তার করা হয়। এই সময় বোমা তৈরীর বহু মালমশলা পুলিসের হাতে আসে। রাজাবাজার বোমা মামলার প্রধান আসামী বলে ঘোষণা করে বিচারে তাকে ১৫ বছরের দ্বীপান্তর দণ্ড দেওয়া হয়। মুক্তিলাভের পর নারায়ণগঞ্জের একটি কারখানায় চাকরি নেন। হাজরা ক্লাব নামে সংগঠন গড়ে যুবকদের লাঠি, ছোরা ও তলোয়ার খেলা শেখাতেন। দেশবিভাগের পরও তিনি নিজ জেলা ত্যাগ করেন নি।
পূর্ববর্তী:
« শশাঙ্কশেখর বন্দ্যোপাধ্যায়
« শশাঙ্কশেখর বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
শশিভূষণ অধিকারী »
শশিভূষণ অধিকারী »
Leave a Reply