শশাঙ্কশেখর বন্দ্যোপাধ্যায় (১৯০০? — ৮-১২-১৯৬৯) তেলেনীপাড়া–হুগলী। মনোময়। বিদ্যাসাগর কলেজের ছাত্র থাকা কালে পিতারসঙ্গে চিত্ৰপ্ৰযোজনার কাজ করতেন। ত্রিশ দশকের প্রথম ভাগে বাঙলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ট্যুরিং সিনেমা প্রদর্শনের ব্যাপারেও অগ্ৰণী ছিলেন। ‘গ্র্যাফিক আর্টস’ নামে একটি প্রতিষ্ঠান গঠন করে ‘বঙ্গবালা’, ‘বিগ্ৰহ’, ‘অভিষেক’ প্রভৃতি ছবি পরিবেশনার দায়িত্ব নেন। পূর্ণ থিয়েটারের স্বত্বাধিকারী ছিলেন।
পূর্ববর্তী:
« শশাঙ্কশেখর দত্ত
« শশাঙ্কশেখর দত্ত
পরবর্তী:
শশাঙ্কশেখর হাজরা »
শশাঙ্কশেখর হাজরা »
Leave a Reply