শশাঙ্কমোহন সেন (১৮৭২ — ১৯২৮) ধলঘাট–চট্টগ্রাম। ১৮৯৪ খ্রী. প্রেসিডেন্সী কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বি.এ. পাশ করেন। বি.এল. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রামে আইন ব্যবসায়ে নিযুক্ত হন। পরে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলাভাষা ও সাহিত্য-বিষয়ের অধ্যাপক হিসাবে কাজে যোগ দেন। সুসাহিত্যিক ছিলেন। রচিত গ্ৰন্থ: কাব্য-‘সিন্ধুসঙ্গীত’, ‘শৈলসঙ্গীত’, ‘স্বৰ্গে ও মর্ত্যে’, ‘বিমানিকা’; সমালোচনা গ্ৰন্থ—‘মধুসূদন—অন্তজীবন ও প্রতিভা’, ‘বাণী-মন্দির’; নাটক—‘সাবিত্রী’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« শশাঙ্কবিমল দত্ত
« শশাঙ্কবিমল দত্ত
পরবর্তী:
শশাঙ্কশেখর দত্ত »
শশাঙ্কশেখর দত্ত »
Leave a Reply