শশধর সিংহ (২-১০-১৯০২ –- ২৯-১১-১৯৭২) শ্ৰীহট্ট। পিতা খ্যাতনামা সাংবাদিক শশীন্দ্ৰচন্দ্ৰ। বাল্যশিক্ষা শান্তিনিকেতনে। ম্যাট্রিক পাশ করে কলিকাতায় সিটি কলেজে ভর্তি হন। কিছুদিন পরে আবার শান্তিনিকেতনে আসেন। ১৯২১–২৫ খ্রী. সেখানে পড়েন। ১৯২৬ খ্রী. লন্ডন স্কুল অব ইকনমিক্সে যোগ দিয়ে ডক্টরেট ডিগ্ৰী লাভ করেন। হামবোল্ট ফেলো হিসাবে জার্মানীতে কিছুদিন কাটান। ১৯৩৩ খ্রী. দেশে ফিরে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। মুক্তিলাভের পর তাকে ভারতবর্ষ ত্যাগ করতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত তিনি ইংল্যান্ডে ছিলেন। সেখানে Bibliophil নামে একটি বইয়ের দোকান খোলেন। এ কাজে তাঁর রাশিয়ান স্ত্রী মার্থার যথেষ্ট সাহায্য করেছিলেন। পরে দেশে ফিরে এসে ‘হিন্দুস্থান স্ট্যান্ডার্ড’ পত্রিকায় যোগ দেন। কিছুদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ১৯৪৭ খ্রী. থেকে ৯ বছর ভারত সরকারের প্রকাশনা-বিভাগের ডিরেক্টররূপে কর্মরত থাকেন। অবসর গ্রহণের পর দিল্লী থেকে বিলাত যান ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিশাস্ত্রের লেকচারার পদে নিযুক্ত হন। সেখানে অসুস্থ হয়ে দেশে ফিরে আসেন। দেশের অবস্থা সম্বন্ধে বহু প্ৰবন্ধ তখন ‘স্টেটসম্যান’ পত্রিকায় প্ৰকাশ করেছেন। শরৎচন্দ্রের ছোট ছোট গল্পের ইংরেজী তর্জমা করে গ্রন্থাকারে প্রকাশ করেন। রবীন্দ্রনাথের ‘রাশিয়ার চিঠি’ তিনিই প্ৰথম ইংরেজীতে অনুবাদ করেন। ফরাসী ও জার্মান ভাষায়ও অনেক রচনা অনুবাদ করেছেন। রচিত গ্ৰন্থ: ‘social Thinking of Tagore’, ‘Indian Independence in Perspective’ প্রভৃতি।
Leave a Reply