শশধর তর্কচূড়ামণি (১৮৫১ — ১৯২৮) মুখ ডোবাগ্রাম—ফরিদপুর। হলধর বিদ্যামণি। প্ৰসিদ্ধ পণ্ডিত, বাগ্মী এবং হিন্দুধর্মের ব্যাখ্যাতা ও প্রচারক। কাশিমবাজারের জমিদারের সভাপণ্ডিত ছিলেন। ‘সহবাস-সম্মতি আইন’ প্রণয়নের বিরুদ্ধে তিনি আন্দোলন পরিচালনা করেন। হাঁচি, টিকটিকির বাধা-নিষেধ প্রভৃতি সংস্কারের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে গত শতাব্দীর শেষভাগে রক্ষণশীল হিন্দু-সমাজের নেতৃত্ব দেন। প্রথম দিকে ‘বঙ্গবাসী’ পত্রিকায় নিয়মিত লিখতেন। মুখ্যত তাঁর প্রেরণায় পত্রিকাটি হিন্দুধর্মের মুখপত্র হয়ে দাড়ায়। ‘বেদব্যাস’ নামে একটি মাসিক পত্রিকা প্ৰকাশ করেন (১২৯৩ বঙ্গাব্দ)। রচিত গ্ৰন্থ: ‘ধর্মব্যাখ্যা’, ‘ভবৌষধ’, ‘দুর্গোৎসবপঞ্চক’ (ভক্তিসুধালহরী), ‘সাধন-প্ৰদীপ’, ‘চূড়ামণি দর্শন’ প্রভৃতি। বহরমপুর টোলের অধ্যক্ষ ছিলেন।
পূর্ববর্তী:
« শরৎচন্দ্ৰ বসু
« শরৎচন্দ্ৰ বসু
পরবর্তী:
শশধর দত্ত »
শশধর দত্ত »
Leave a Reply