শরিয়তুল্লা (১৭৮১ — ১৮৪০)। ‘ফরাজী’ ধর্মমতের প্রবর্তক শরিয়তুল্লা সম্ভবত ফরিদপুর জেলার বন্দরখোলা পরগনার কোন এক জেলার সন্তান। ১৮ বছর বয়সে মক্কায় গিয়ে ওয়াহাবী মতে দীক্ষিত হন। ২০ বছর পরে ১৮২০ খ্রী. ভারতে ফেরেন। আরবী ভাষায় তাঁর পাণ্ডিত্য ছিল। তাঁর প্রবর্তিত ধর্মমতে তিনি প্ৰচলিত মুসলমান ধর্মের বহু উৎপীড়নমূলক ধর্মীয় নিয়ম রদ করে তাঁর শিষ্যদের মোল্লা-মৌলভীদের উৎপীড়ন থেকে রক্ষার চেষ্টা করেন। ধর্ম-সংস্কারের সঙ্গে সঙ্গে জমিদার ও নীলকরের শোষণ ও উৎপীড়নের বিরুদ্ধে প্রচারকার্য চালাতেন। ফলে রক্ষণশীল ধনী মুসলমান ও জমিদারদের দ্বারা তিনি ঢাকা জেলা থেকে বিতাড়িত হন। ঢাকা ও ফরিদপুর জেলার অসংখ্য কৃষক তাঁর উৎসাহী শিষ্য ছিলেন। ‘ফরাজী’ আন্দোলনের নায়ক দুদুমিঞা তাঁর পুত্র।
পূর্ববর্তী:
« শরাফত আলী
« শরাফত আলী
পরবর্তী:
শরৎকুমার আচাৰ্য »
শরৎকুমার আচাৰ্য »
Leave a Reply