শরৎচন্দ্র রায়, রায়বাহাদুর (৪-১১-১৮৭১ — ৩০-৪-১৯৪২) করাপাড়া-খুলনা। পূৰ্ণচন্দ্র। প্রখ্যাত নৃতত্ত্ববিদ। কলিকাতা কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স (১৮৮৮) ও কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে এম.এ ও বি.এল. পাশ করে ১৮৯৫ খ্রী. ময়মনসিংহের ধলা হাইস্কুলের প্রধান শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। শিক্ষকতা ছেড়ে রাঁচিতে আইন ব্যবসায়ী হিসাবে খ্যাতি অর্জন করেন। এই সময় বিহার ও ওড়িশার আদিবাসীদের প্রতি যে অত্যাচার চলত তিনি আইনসম্মত পন্থায় তা বন্ধ করার চেষ্টা করেন এবং সেই সূত্রে নৃতত্ত্ববিদ্যায় আত্মনিয়োগ করেন। নৃতত্ত্বের ওপর বহু গ্ৰন্থ ও প্ৰবন্ধ রচনা করে প্রথম এ বিষয়ে সাধারণের দৃষ্টি আকর্ষণ করেন। ১৯২১ খ্রী. ‘ম্যান ইন ইন্ডিয়া’ পত্রিকা প্ৰকাশনার মাধ্যমে এই ক্ষেত্ৰকে আরও করেন। তিনি বিহার ও ওড়িশার আইনসভার সদস্য ছিলেন এবং পরে সাইমন কমিশন এবং লোথিয়ান কমিটিতে সাক্ষ্যদানের জন্য নির্বাচিত হন। ইন্ডিয়ান ফ্র্যানচাইজ কমিটিতে (১৯৩২) তিনি পৃথক আদিবাসী প্রদেশ গঠনের সুপারিশ করেছিলেন, যদিও জাতীয় সংহতির কথা বিবেচনা করে সংখ্যালঘিষ্ঠদের পৃথক নির্বাচক-মণ্ডলী গঠনের বিরোধী ছিলেন। তাঁর রচিত গ্রন্থাবলী: ‘The Birhors’, ‘The Mundas and their Country’, ‘The Oraon of Chotanagpur’, ‘Oraon Religion & Customs’, ‘Principles & Methods of Physical Anthropology’, ‘The Hill Bhuiyas of orissa’ প্রভৃতি। রাঁচি শহরে মৃত্যু।
পূর্ববর্তী:
« শরৎচন্দ্র পণ্ডিত
« শরৎচন্দ্র পণ্ডিত
পরবর্তী:
শরৎচন্দ্র শ্রীমাণী »
শরৎচন্দ্র শ্রীমাণী »
Leave a Reply