শরৎচন্দ্ৰ বসু (৭-৯-১৮৮৯ — ২০-২-১৯৫০) কলিকাতা। পৈতৃক গ্ৰাম চাংড়িপোতা-চব্বিশ পরগনা। জানকীনাথ। নেতাজী সুভাষচন্দ্র তাঁর অনুজ। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও আইন পাশ করে ১৯১১ খ্রী. কটকে আইন-ব্যবসায় শুরু করেন। ১৯১৮ খ্রী. বিলাত থেকে ব্যারিস্টার হয়ে আসেন। ১৯২২ খ্রী. দেশবন্ধুর স্বরাজ্য দল গঠনের সময় থেকে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৩০ খ্রী. চট্টগ্রাম বিদ্রোহের পর আসামীদের বিচার শুরু হলে তিনি আসামী পক্ষ সমর্থন করেন। চট্টগ্রাম বিপ্লবীদের পক্ষ অবলম্বন করলেও তিনি জানতেন যে, বিপ্লবীগণ বিচারে পরাজিত হবেন। তাই তাদের জেল ভেঙ্গে বেরিয়ে আসবার উপদেশ দেন এবং নিজে একটি সুটকেসে মারাত্মক ধরনের বোমা পৌঁছে দিয়েছিলেন। রাজনৈতিক কারণে বহুবার কারারুদ্ধ হন। ১৯২৪ খ্রী. কলিকাতা কর্পোরেশনের অল্ডারম্যান নির্বাচিত হন। ১৯৩৭–৩৯ খ্রী. কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। মাউন্টব্যাটেন পরিকল্পনার বিরোধী ছিলেন। ‘সোশ্যালিস্ট রিপাবলিক্যান পার্টি’র প্রতিষ্ঠাতা। ১৯৪৮ খ্রী. ‘নেশান’ নামে একটি ইংরেজী দৈনিক প্রতিষ্ঠা করেন। নিখিল ভারত রাষ্ট্রীয় মহাসভার কার্যকরী সমিতির সদস্য, বঙ্গীয় প্ৰাদেশিক রাষ্ট্রীয় সমিতির সভাপতি, বঙ্গীয় কংগ্রেস পার্লামেন্টারি পার্টির নেতা, কেন্দ্রীয় আইন সভায় বিরোধী দলের নেতা এবং কিছুদিন স্বাধীন ভারত মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন।
পূর্ববর্তী:
« শরৎচন্দ্ৰ চৌধুরি
« শরৎচন্দ্ৰ চৌধুরি
পরবর্তী:
শশধর তর্কচূড়ামণি »
শশধর তর্কচূড়ামণি »
Leave a Reply